বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়াম্যান আব্দুল মজিদ

সাক্ষাৎকার
নিজস্ব প্রতিবেদক
০৪:০৩:২৬পিএম, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান হয়েছেন আব্দুল মজিদ আপেল। গতকাল শুক্রবার রাতে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মঞ্জুরুল হাসান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান পদে জেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৬ এর বিধি ১৭ অনুযায়ী প্রার্থীতা প্রত্যাহারের পর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ১ জন থাকায় আব্দুল মজিদ আপেলকে জেলা পরিষদের চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।’

নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ আপেল বলেন, ‘আমি প্রতিটি সময় সাধারণ মানুষের জন্য কাজ করে গেছি। আগামীতেও করে যাবো। সততার সাথে আমি কাজ করে যাব। আমার বড় ভাই মরহুম সাদেক কুরাইশী ভাইয়ের সকল আশা আমি পূরণ করব। সকলকে সাথে নিয়ে একটি মডেল জেলা পরিষদ গড়ে তুলব।’

গত বছরের ২৪ অক্টোবর ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান মো. সাদেক কুরাইশী মারা যাওয়ায় চেয়ারম্যানের পদটি শূন্য হয়। আগামী ৯ মার্চ এই জেলা পরিষদে উপনির্বাচন হওয়ার কথা ছিল।